কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার মান উন্নয়নে শপথ নিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের শিক্ষকরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার মান উন্নয়ন, বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে শপথ নিলেন ৩ শতাধিক শিক্ষক। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজের শিক্ষকদের নিয়ে গঠিত সম্মিলিত শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটিরি পরিচিতি সভায় শিক্ষকরা এ শপথ গ্রহণ করেন।
এসময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসকে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন শিক্ষক পরিষদের নব নির্বাচিত নেতারা। পরে এক উন্মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিক্ষক পরিষদের উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের নবনির্বাচিত সভাপতি সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার। প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ওসি রুহুল আমিন ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ তাহমিদুল ইসলাম, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ফেরদৌস হোসেন, শিক্ষক রাসেল ও সজিবুর রহমান। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নবনির্বাচিত সম্পাদক ও বলদিয়া কলেজের প্রভাষক মাইদুল ইসলাম মুকুল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন