কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বক্তা ব্রাদার রাহুলের আগমনকে কেন্দ্র করে উত্তেজনা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বক্তা ব্রাদার রাহুলের আগমনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার আগমন প্রতিহত করতে সোমবার বাদ আছর উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বাজার জামে মসজিদের সামনে তাওহীদি জনতার ব্যানারে একটি পক্ষ মানববন্ধনের আয়োজন করেন। অপরদিকে একটি পক্ষ সেই মানববন্ধনে বাধা প্রদান করেছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ মানববন্ধন আয়োজনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
জাতীয় ওলামা মাশায়েখ আইইম্মাহ পরিষদ, কওমি ওলামা পরিষদ, ইসলামী যুব ও ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নিতে সমবেত হন। মানব বন্ধনে আগতরা ভারতীয় বক্তা ব্রাদার রাহুলকে ভূরুঙ্গামারীতে ঢুকতে না দেওয়ার হুশিয়ারি দেন।
জানাগেছে, আহলে হাদিস সম্প্রদায় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের পাশে দারুসসুন্নাহ রহমানিয়া সালাফিয়া নামে একটি মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ওই মাদরাসায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভারতীয় বক্তা ব্রাদার রাহুল বক্তব্য দেবেন বলে পোস্টার ছাপানো হয়েছে।
মানববন্ধন আয়োজকদের দাবি ব্রাদার রাহুল ইসলাম ও শরিয়তের ভুল ব্যাখ্যা দেন। বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত হওয়ায় তাকে ভূরুঙ্গামারীতে ঢুকতে না দিতে প্রশাসনের কাছে দাবি জানিয়ে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশ গ্রহণ করতে আসা মাওলানা এস এম মনিরুজ্জামান জানান, ভারতের বিতর্কিত বক্তা ব্রাদার রাহুল বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদের কাফির ও ফাসিক ফতোয়া দিয়েছেন। এছাড়া তিনি ইসলাম ও মাযহাব নিয়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেন। তাই ভূরুঙ্গামারীতে তার আগমন ঠেকাতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। কিন্তু একটি পক্ষ মানববন্ধনে বাধা দিয়েছে।
দারুসসুন্নাহ রহমানিয়া সালাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান জানান, আমরা আহলে হাদিস ও সালাফি মতাদর্শে বিশ্বাসী। আমাদের শায়েখরা কুরআন ও সহীহ হাদিসের কথা বলেন। মিলাদ কিয়াম ও পীর মুরিদি নাজায়েজ বলার কারণে একটি পক্ষ আমাদের বিপক্ষে অপপ্রচারে নেমেছে।
আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
জাবেদ আলী মন্ডল জানান,
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ভারতের মুর্শিদাবাদের বক্তা ব্রাদার রাহুল ইসলামী সম্মেলনে বক্তব্য দেবেন এমন খবর পেয়ে একদল মানুষ মানববন্ধনের আয়োজন করে। এটি ভুল তথ্য। ওই বক্তা সম্মেলনে বক্তব্য দেবেন না। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন