কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামের ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ টারীবাড়ি গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই এলাকার রফিকুল ইসলাম ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার দুপুরে ওমর ফারুকের মা বাড়ির পাশে ধান শুকানোর জন্য যান। এসময় সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশে জনৈক আনিস মাস্টারের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে তার মা শিশু সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।

খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় ওমর ফারুক পুকুরের পানিতে মৃত অবস্থায় ভেসে আছে। পরে মায়ের আত্মচিৎকারে আত্মীয় স্বজন ও প্রতিবেশীগণ পুকুর হতে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসা পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে একটি অপমৃত‍্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।