কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতীয়পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কুড়িগ্রামের রাজার হাটে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয়পার্টির সহস্রাধিক নেতাকর্মী কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের হাতে ধানেরশীষ তুলে দেয়। রাজারহাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আয়োজনে জাতীয়পার্টি থেকে সাহস্রাধিক নেতা কর্মীর যোগদান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব।
কুড়িগ্রাম ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন খোকন,জেলা যুবদলের সভাপতি রায়হান কবির। রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড।
শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ সময় যোগদানকৃত নেতা কর্মীদের হাতে ফুল তুলে দেন প্রধান অতিথি মোস্তাফিজার রহমান, এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট এবং যারা বিগত ১৫ বছরে জনগনের উপর নির্যাতন করেছে তারা বাদে বিএনপির দরজা খোলা রয়েছে।
এ সময় প্রধানবক্তা কুড়িগ্রাম ২ আসনের প্রার্থী জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,আমরা দরিদ্রের তকমা কপাল থেকে মুছে কুড়িগ্রামকে স্বনির্ভর কুড়িগ্রাম হিসেবে গড়ে তুলতে চাই।
এ জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এ সময় যোগদানকৃতদের পক্ষ থেকে উমরমজিদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে রাজারহাটের উন্নয়ন হবে বলে তার হাতে ধানেরশীষ দিয়ে যোগদান করেছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















