কুড়িগ্রামে অসহায় দুস্থ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন
কুড়িগ্রামে অসহায় দুস্থ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর যুব উন্নয়ন উন্নয়ন সংস্থার আয়োজনে সমাজসেবক আব্দুল গনী মিয়ার নিজ উদ্যোগে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ২০০শতাধিক অসহায় দুস্থ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উওর কুমরপুর যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গনীর মিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মিয়াজি, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক, সমাজকর্মী সাজেদুল ইসলাম সুজন, সেচ্ছাসেবকদলের নেতা, ফকরুল ইসলাম, হাবিবুর রহমান, কুড়িগ্রাম গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের সভাপতি এম রশিদ আলী, প্রমুখ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন