কুড়িগ্রামে অসহায় শীতার্ত মানুষের মাঝে যুবদলের শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কুড়িগ্রামে ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা যুবদল।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম মাঠেরপাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই শীতবস্ত্র বিতরণ রা হয়।শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি রায়হান কবির।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব। ভোগডাঙ্গা যুবদল সভাপতি ইউছুফ আলী,সদস্য সচিব মোজাফ্ফর আহমেদ, মাহমুদুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় শীতবস্ত্র হিসেবে জ্যাকেট পেয়ে আনন্দিত হন গ্রামের মানুষ জন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন।

এ সময় যুবদল নেতৃবৃন্দ বলেন,অসহায় মানুষের পাশে থাকবে কুড়িগ্রাম জেলা যুবদল।