কুড়িগ্রামে আগাম বন্যা প্রস্তুতি ও সাড়া মহড়া প্রদান অনুষ্ঠিত
কুড়িগ্রামের নদী বিধৌত প্রত্যন্ত চরে আগাম বন্যা সর্তকীকরণ বার্তা প্রদান ও বন্যা প্রস্তুতি বিষয়ে সাড়া প্রদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম এর আয়োজনে মোগলবাসার চরে বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত বন্যা প্রস্তুতি ও সাড়া মহড়া প্রদাণ অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম ম্যানেজার, রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, এ সময় সদর ভুমি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, মোগলাবাসা ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজার রহমান, উপসহকারী কর্মকর্তা রাজন কুমার উপস্থিত থেকে গুড নেইবারস বাংলাদেশ এর সুবিধাভোগী চরবাসীদের আগাম বন্যা প্রস্তুতি বিষয়ে সতর্কীকরণ বার্তা প্রদান, দিক নির্দেশনা দেয়া সহ বন্যার ক্ষতিকর নানা বিষয় তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, বন্যা ও নদীভাঙ্গনের কারনে কুড়িগ্রামের মানুষের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়। এ থেকে পরিত্রানের জন্য আমরা যদি আগাম প্রস্তুতি নেই তাহলে ক্ষতির পরিমান অনেক কমে যাবে। পরে সদস্যরা সাড়া প্রদান মহড়ায় অংশগ্রহন করে।
এ সময় পুরুষ সদস্যরা বলেন, বন্যায় কিভাবে আমরা আমাদেরকে শিশুদেরকে ও মহিলাদেরকে রক্ষা করবো, আমাদের সম্পদ ও গৃহপালিত পশুদের রক্ষা করবো সে বিষয়ে আমরা আগাম জানতে পারলাম।মহিলারা জানান তারা সতর্কতা বিষয়ে জানতে পারলেন এখন থেকে তারা আগাম সতর্ক হবেন। বন্যার পানি থেকে নিজেদের ও শিশুদের রক্ষায় তারা অনেক কিছু জানতে পারলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন