কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে কুড়িগ্রাম জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল, ওলামাদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এছাড়া বিভিন্ন সময়ে,হামলা মামলা, ও নির্যাতনের শিকার নেতা কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য আনিছুর রহমান ফিরোজ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,উলিপুর বিএনপি সভাপতি হায়দার আলী মিয়া,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম,অর্থনৈতিক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী,পরিবার কল্যান সম্পাদক হেদায়েত হোসেন এলিচ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এ্যাড তারিকুল ইসলাম তারেক,মানববন্ধনে অংশগ্রহন করেন রাজারহাট উপজেলা বিএনপি সম্পাদক শহদিুল ইসলাম,চিলমারী উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আবু হানিফা,সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল,যুগ্মআহবায়ক মহিবুল হুদা রবিন,জেলা স্বেচ্ছানেবকদলের যুগ্ম আহবায়ক এনামুল হক এনা,আরিফ হোসেন কাজল,সদস্য সচিব আরমান হোসেন,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,সদর উপজেলা ছাত্রদল আহবায়ক সোহেল রানা,যুগ্ম আহবায়ক হেলাল হোসেন,কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা আহবায়ক আসাদুজ্জামান আকাশ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন গত ১৫ বছরে সরকার মানবাধিকার লঙ্ঘন করে চলছে। নিরাপত্তা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে সারাদেশে রাষ্ট্রিয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে।