কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো:মাহফুজুর রহমান, রংপুর বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান,সিভিল সার্জন ডা.মঞ্জুর ই মোর্শেদ ও বৈষ্যমবিরোধী আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দসহ প্রমুখ।
এতে বক্তারা দেশের বিভিন্ন সেক্টরে দীর্ঘ সময় ধরে থাকা দুর্নীতির বিরুদ্ধে তা প্রতিরোধে ঐক্যমত পোষণের ও তা নির্মূলে কাজ করার উদাত্ত আহবান জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন