কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত
কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামীলীগ ও তার দোসরদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারী কলেজ ছাত্রদল এর আয়োজনে কলেজের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এ্যাড,আবু সাঈদ শিথিল,সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান আকাশ,সদস্য সচিব মিলন রহমান,যুগ্ম আহবায়ক শেফাতুল ইসলাম শীতল, মোরসালিন,রোহান,ইরফান হাসিব,আলামিন,আমির ফয়সাল শিহাব,লায়ন,মাকসুদ,যুবায়ের আতিকুর সহ নেতৃবৃন্দ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন