কুড়িগ্রামে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Screenshot_20231125-184855.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন— মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সহ—সভাপতি মুক্তি চক্রবর্তী, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মালাদেব প্রমূখ। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন— লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ।
সংবাদ সম্মেলনে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি সংহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করার আহ্বান জানান বক্তারা ।
উল্লেখ্য, ২৫ শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ মহিলা পরিষদ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন