কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশ এর কিশোরী কর্ণার উদ্বোধন ও হাত ধোঁয়া উপকরণ বিতরণ

কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশ এর নিজস্ব অর্থায়নে কিশোরী কর্ণার উদ্বোধন ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে হাত ধোঁয়া উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে কুড়িগ্রাম যাত্রাপুর বালিকা বিদ্যালয়ে কিশোরী কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান,যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর পরে বিদ্যালয় চত্বরে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সিডিপি ম্যানেজার রোমিও রতন গোমেজ।

সিডিপি মেডিকেল অফিসার ডাঃ আরিফ মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক শেখ কাশেম আলী, প্যানেল চেয়ারম্যান রহিম হায়দার রিপন।অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী মনিরা পারভীন। এ সময় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

oplus_2