কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষ ক্যাম্পইন অনুষ্ঠিত

কুড়িগ্রামের চরাঞ্চলে নারী ও শিশুদর স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যম বিভিন্ন রােগে পরামর্শ প্রদানর লক্ষ্যে দিনব্যাপী স্বাস্থ্যক্যাম্পের আয়াজন করা হয়েছে।
গুড নেইবারস বাংলাদশ ও সিডিপির উদ্যাগে বুধবার ১৪ মে সকালে কুড়িগ্রাম সদরের যাএাপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়াজিত স্বাস্থ্যকাম্পে নারী ও শিশুদের ঔষধ পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষা উপকরন বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলন, ডেপুটি সিভিল সার্জন, কুড়িগ্রাম ডাঃ এ.এন এম গোলাম মােহাইমেম রাসেল, এসএইএমও ডাঃ আতিকুর রহমান, স্ত্রীরাগ বিশষজ্ঞ ও সার্জন রােজিনা বেগম, কুড়িগ্রাম সিডিপি ম্যানজার রোমিও রতন গোমেজ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, কুড়িগ্রাম সিডিপি মেডিকেল অফিসার ডাঃ শাহ রাকিব আসিফ মাহমুদ। এ সময় ৩ শতাধিক নারী ও কিশারীর স্বাস্থ্য চেকআপ, বিভিন বিষয় পরামর্শ নারী ও শিশুদের ঔষধ পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষা উপকরন বিতরন করা হয় ।
উল্লেখ্য প্রতি মাস একবার করে চর ও সুবিধাবঞ্চিত এলাকায় নারী ও কিশারীদের এ চিকিৎসা সেবা দিয়ে আসছে গুড নেইবারস বাংলাদশ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন