কুড়িগ্রামে চাউল বাজারের ব্যবসায়ীদের দোকানঘর ভাংচুর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম পৌর চাউল বাজারের ১০টি দোকানঘর কোনপ্রকার নোটিশ ছাড়াই জাহাঙ্গির আলম নামে একব্যক্তি মালিকানা দাবি করে ১৩ নভেম্বর ভাংচুর করে দখলে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত চাউল ব্যবসায়ীরা। সকালে কুড়িগ্রাম জিয়াবাজারের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী,সাবেক কমিশনার রোস্তম আলী তোতা,মোঃ সাহের আলী,মোঃ নুরুজ্জামান ,ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ আল আমিন,মোঃ ফারুক হোসেন,শ্রী মানিক ঘোষ,মাহফুজার রহমান মাসুম,রফিকুল ইসলাম বাব,জামিলা বেওয়া প্রমুখ।

এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন,গত ৪০ বছর ধরে পৌরসভা থেকে লিজ নেয়া ঘরে তারা ব্যবসা করে আসছেন। কোনপ্রকার নোটিশ দেয়া ছাড়াই কোটের নাজির পরিচয় দেয়া ব্যাক্তি বাহিরের সন্ত্রাসীদের সাথে নিয়ে আমাদের দোকানঘর ভাংচুর করেছে।এ সময় তাকে কোটের কাগজ দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি।

এ সময় তারা দাবি করেন প্রায় দেড় শতাধিক সন্ত্রাসী নিয়ে জাহাঙ্গির হাতুড়, শাবল দিয়ে আমাদের চোখের সামনে দোকানগুলো ভেঙ্গে ফেলে। ঘরে রক্ষিত মালামাল তারা সরানোর সময় পর্যন্ত পান নাই। এ সময় পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করে।

৩০ নং ঘরের ব্যবসায়ী মোঃ নুরন্নবী বলেন,আমি ১৯৯১ সালে আমার ঘরটি লিজ নেই যা ১৯৭৫ সালে আমজাদ হোসেন নামে এক ব্যক্তির নামে ছিল।এই মামলায় আমাকে বিবাদী করা না হলেও আমার ঘরটি ভেঙ্গে ফেলা হয়েছে। এ রকমভাবে ১০ টি ঘরের মালিক কিংবা পৌরসভাকে বিবাদী করা হয়নি।

এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে তবে তার তদন্ত হয়নি বলে জানান ভুক্তভোগি ব্যবসায়ীরা।তারা এই অবৈধ কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পরে ব্যবসায়ীরা পুলিশ সুপার ও পৌর প্রশাসক,ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানার নিকট স্মারকলিপি প্রদান করে।