কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কতৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে- কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়। পরে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোহে দোয়েল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও জেলার যুগ্ম সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক বিপুল, দফতর সম্পাদক রাব্বি, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা আহবায়ক আকাশ, সদস্য সচিব হেলাল, মজিদা কলেজ আহবায়ক নাঈম ইসলাম, রাজারহাট উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল মন্ডল সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন গুপ্ত সংগঠনের সকল অপচেষ্টা রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদল কাজ করে যাবে।