বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর দাবিতে
কুড়িগ্রামে ছাত্রলীগের র্যালি,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
দেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর দাবিতে র্যালি,মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে এ দাবিতে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এসে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
আধাঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও সমাবেশে সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি কামরুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মৌলবাদি গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু রাখতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন