কুড়িগ্রামে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কুড়িগ্রামে নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩জন কিশোরী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের উদ্যোগে এসব সাইকেল বিতরণ করা হয়।

পরে স্কুল মাঠে বিতরণ অনুষ্ঠানে হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, গোলজার হোসেন মেম্বার, শিক্ষক মো. সোলায়মান আলী প্রমুখ।