কুড়িগ্রামে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঠান্ডায় যুবুথুবু যখন কুড়িগ্রামে তখন দুঃস্থ অসহায় মানুষের পাশে এগিয়ে এলেন সামাজিক সংগঠন ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামে দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির চেয়ারম্যান নাজমুল হোসাইন ভূইঁয়া, বিশেষ অতিথি ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সমাজসেবক আব্দুল মতিন ও মাহমুদুল হাসানসহ সংগঠনটির প্রতিনিধিগণ।
শীতবস্ত্র পেয়ে মর্জিনা বেগম নামের এক বৃদ্ধা বলেন, ‘ঠান্ডার ঘরে থাকা যায়। গরিব মানুষ গরম কাপড়-কম্বল কিছু নাই। কম্বল পেয়ে খুব উপকার হইল।’
রসুলপুর গ্রামের আমেনা বেগম বলেন, ‘ঠান্ডায় হাত-পাও বরফ হয়। হামরা গরিব মানুষ, হামার খোঁজ কাইও নেয় না? এমার কম্বল কোনা পেয়ে খুব উপকার হইল।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব বলেন,’শীতের কষ্ট নিবারণে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। দুঃস্থ ও অসহায় মানুষজন আজ এই শীতবস্ত্র পেয়ে অনেক খুশি। তাদের শীতের কষ্টটা অনেকটা দুর হবে।’
আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নাজমুল হোসাইন ভূঁইয়া বলেন, ‘কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এই দূ্র্যোগ পূর্ণ এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা যেন সারাক্ষণ মানুষের পাশে থেকে সবসময় উপকার করতে পারি এই প্রত্যাশা করছি।’
আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের একাংশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন