কুড়িগ্রামে জলবায়ু ঝুঁকি বন্যার বীমা দাবি পরিশোধ
কুড়িগ্রামে প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিকদের আর্থিক সুরক্ষার জন্য জলবায়ু ঝুঁকি বীমার আওতায় বন্যা বীমার দাবী পরিশোধ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণ উন্নয়ন কেন্দ্র, অক্সফাম ইন বাংলাদেশ এ-র আয়োজনে রবিবার (৩০ জুন) দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরমেয়র কাজিউল ইসলাম। যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুরসহ স্টেকহোল্ডার,সরকারী কর্মকর্তা ও কৃষক প্রতিনিধি অংশগ্রহন করে।এ সময় যাত্রাপুর ইউনিয়নের ৮৯১ জন প্রান্তিক কৃষককে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা বীমা দাবি পরিশোধ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অক্সফাম ইন বাংলাদেশ প্রোগামহেড,ক্লাইমেট চেঞ্জ,ডাব্লিউ এফ পি প্রতিনিধি কামরুল হাসান,গণ উন্নয়ন কেন্দ্র ম্যানেজার সুবীর কুমার সাহা ও প্রতিমা চক্রবর্তী সহ প্রতিনিধিরা।পরে লোকসঙ্গীত ও নাটিকা প্রদর্শন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন