কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা দলের আয়োজনে দুপুরে কুড়িগ্রাম বেলগাছা ইউনিয়নের ত্রি মোহনীতে আয়োজিত কর্মী সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ সময় তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবারই নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে কাজ করেছে। এবারও যদি জনগনের ভোটে ক্ষমতায় অধিষ্টিত হয় তাহলে নারীর উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। বেলগাছা ইউনিয়ন মহিলাদলের সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি।

বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবার রহমান, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম লাভলী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, বেলগাছা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আরিফুল ইসলাম সাবলু, উলিপুর মহিলা দলের নেত্রী রিনা বেগম, কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা দলের নেত্রী হালিমা বেগম।

সমাবেশে ৫ শতাধিক নারী অংশ গ্রহন করে। এ সময় সকলের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।