কুড়িগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস নানা আয়োজনে পালন

আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে একটি র‌্যালী সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বপ্নকুঁড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম সিফাত মেহনাজ।

মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম উপ পরিচালক সোহেলী পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলে নুর বেগম, মাইটিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, আশরাফুল হক রুবেল, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগাম ম্যানেজার প্রেরণা চিষিম, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক আফরোজা বেগমসহ সরকারি ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষার্থীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, কন্যা শিশুদের প্রতি পরিবারের সবচেয়ে বেশি দায়িত্ব বিশেষ করে মা দের ভুমিকা রাখতে হবে। আর কন্যাদেরকে লক্ষ্য স্থির করে চ্যালেঞ্জ গ্রহন করতে হবে।তিনি ছাত্রীদের মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ার উপর গুরুত্ব দিতে বলেন।