কুড়িগ্রামে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/13110006-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা সভাস্থলে প্রবেশ করে।
২২শে মে সোমবার দুপুরে কুড়িগ্রাম দাদামোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম, চিলমারী উপজেলা চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন, প্রবীণ রাজনীতিবিদ আজিজার রহমান মাস্টার, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ফুলবাড়ী সাবেক ইউপি ময়নুল হক প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ পনির উদ্দিন আহমেদ বলেন, কুড়িগ্রামের মাটি জাতীয় পার্টির ঘাঁটি। যার উজ্জ্বল দৃষ্টান্ত স্বাধীনতা পরবর্তী সময়ে কুড়িগ্রামের ৪টি আসনেই জাতীয় পার্টির এমপিরা বার বার নির্বাচিত হয়েছে। জাতীয় পার্টির জনপ্রিয়তার কারণেই এটা সম্ভব হয়েছে। আবারো জেলার প্রতিটি সংসদীয় আসনে জাতীয় পার্টির এমপি নির্বাচিত করতে আসন্ন কাউন্সিলে যোগ্য মানুষকে জাতীয় পার্টির নেতৃত্বে নিয়ে আসতে হবে। এজন্য তিনি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন