কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/Kurigram-A.-Lig-News-Picture-19-07-2023-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ মোড় বিজয়স্তম্ভ চত্বরে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা ছানালাল বকসী, সাঈদ হাসান লোবান, ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান টিটু, মোস্তাফিজার রহমান সাজু, আলহাজ্ব রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব প্রমূখ।
বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান বক্তারা। সেই সাথে বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন কোন ধরনের নৈরাজ্যে সৃষ্টি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন