কুড়িগ্রামে জেলা পর্যায়ে বাংলাদেশ স্কাউটস এর সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক জেলা পর্যায়ে যুব স্বেচ্ছাসেবী বালিকা এবং বাংলাদেশ স্কাউটস এর সাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিস হলরুমে সিভিল সার্জন কুড়িগ্রাম ডাঃ স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ,জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশ নেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা অফিস উপপরিচালক মোঃ মোজাম্মেল হক, গণযোগাযোগ অধিদপ্তরের (ক্রয় ও বিতরণ) উপপরিচালক মোঃ রিয়াদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশ এর নিউট্রিশান অফিসার, রংপুর ফিল্ড অফিস শেখ মোঃ শহিদুল হাসান রোভার স্কাউট।
গালস গাইড দের টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক বেশ কিছু তথ্য প্রদান করেন।কর্মশালায় অন্যান্যদের মধ্যে রোভার স্কাউট কমিশনার ওয়াদুদ, কুড়িগ্রাম জেলা রোভার স্কাউট সম্পাদক হাসান পলাশ, জেলা স্কাউটস কুড়িগ্রাম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন,কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গালস গাইড কো অর্ডিনেটর আ,ন,ম আফরুজা খাতুন সহ রোভার স্কাউট, গালস গাইড ,সাংবাদিক কর্মশালায় উপস্থিত ছিলেন।
এ সময় অংশ গ্রহন কারীদের কাছে ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরা হয়। টাইফয়েড ভ্যাকসিন শিশুদের স্বাস্থ্য রক্ষা করা,টাইফয়েড রোগের বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি সহ নতুন রোগের বিস্তার প্রতিরোধে সহায়তা করবে বলে জানান আলোচকরা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন