কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত

(২৯ জুলাই) ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবু জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু।

জামিল আহমেদ,সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহাবুব হোসেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রসূল রাজা, উলিপুর পৌর বিএনপি সভাপতি নুর মোহাম্মদ,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ,রাজারহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, চিলমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আবু হানিফা, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি তাজউদ্দিন কমিশনার, জেলা কৃষকদল আহবায়ক খলিলুর রহমান খলিল, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরমান হোসেন সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন হামলা চালিয়ে সন্ত্রাসী ও পুলিশ লেলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তার পতন ঠেকাতে পারবেন না। একদফার আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা রাজপথে থাকবে।