কুড়িগ্রামে টিসিবি পণ্য কিনতে লম্বা লাইন, চাহিদার তুলনায় সরবরাহ কম

কুড়িগ্রামে টিসিবি পণ্য কিনতে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পণ্য মিলছে না ক্রেতাদের।
রবিবার (২৩ মার্চ) কুড়িগ্রামের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ৩৫০ জনের জন্য টিসিবির পণ্য প্যাকেজ নিয়ে আসে ডিলার। কিন্তু সেখানে প্রায় ৬ শতাধিক নারী ও পুরুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ডিলার জানায়- ৩ শত নব্বই টাকায় ২ লিটার সয়াবিন,১ কেজি চিনি ও ২ কেজি মশুর ডাল সরবরাহ করা হচ্ছে।
সুলভ মু্ল্যে এই পণ্য পাওয়ার ফলে এই পণ্য জন্য লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা ব্যায় করছে নিম্ন ও স্বল্প আয়ের ক্রেতারা। মনিজন বেওয়া জানান, বয়স হয়েছে তাই লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন না।টিসিবির ট্রাক আসার সাথে সাথে লোক দৌড়ে আসে।
লাইনে দাঁড়িয়ে থাকা নারী পুরুষদের মাঝে ধাক্কা,হুড়োহুড়ি করতে দেখা যায়। এ বিষয়ে ডিলার নেওয়াজ বলেন ৩ টি পয়েন্টে এই পণ্য একদিন পর পর দেয়া হচ্ছে মানুষের চাহিদা ব্যপক হলেও আমাদের যতটুকু বরাদ্দ আমরা তা সরবরাহ করছি।
সচেতন মহল কুড়িগ্রামের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে টিসিবির এই পণ্য আরো বেশি সরবরাহের দাবি জানিয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন