কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/20250109_113126-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মানুষ মানুষের জন্য-এ ব্রতকে সামনে রেখে কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক অসহায় ও দুঃস্থ শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ইউনুস আলী, সদস্য সচিব,সাংবাদিক মাইটিভি আশরাফুল হক রুবেল, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, শাহানুর রহমান, সুভাষ সরকার, বিপ্লব তরফদার, সাংবাদিক রেজাউল করিম রেজা, কবি বাদশাহ সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, ফিরোজ আলম মনু, মিজানুর রহমান, ফজলুল করিম ফারাজী প্রমুখ।
এসময় জেলা সদরের বিভিন্ন বস্তুী এলাকার ২ শতাধিক দরিদ্র ও শীতকাতর মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা সদরের চর হরিকেশ এলাকার আমেনা বেগম বলেন হামাক এবার কেউ কম্বল দেয় নাই আজ ট্রাই ফাউন্ডেশনের কম্বল পেয়ে ছেলে মেয়েসহ ভালো থাকতে পাব। এ সময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন