কুড়িগ্রামে দূর্গাপুজায় বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
কুড়িগ্রাম জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। মন্দিরের নিরাপত্তায় পোশাকে পুলিশের উপস্থিতি ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখা হয়েছে। পাশাপাশি স্টান্ডবাই টিম, মোবাইল টিমসহ বিশেষ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা ২০২৪ এর নিরাপত্তা তদারকি ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী, পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং তাদের এই উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নকরণে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন