কুড়িগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
কুড়িগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
সকালে আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অপরদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, রচনা ও উপস্থিত বক্তিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বরমান হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্বরণীয় দিন। ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণটি ছিল সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের অমোঘ নির্দেশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন