কুড়িগ্রামে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কুড়িগ্রামে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরত ই খুদা,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুর রাজ্জাক রনি,জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নিজামউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা উপ পরিচালক হুমাযুন কবির, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক ডেন্টিস্ট ফজলুল হক, এবি পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি ডাঃ নজরুল ইসলাম, সহ ইসলামিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব।
এ সময় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর রেখে যাওয়া বিধি বিধান ও সুন্নাহ্ পালন করার মাধ্যমে ব্যাক্তি সমাজ সর্বোপরি দেশগঠনে সবার প্রতি আহবান জানান।
আলোচনাসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কুড়িগ্রাম মডেল মসজিদের খতিব মুফতী আবুল হাশেম।
এছাড়াও দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ। এছাড়া জেলখানায় বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।