কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকালে কুড়িগ্রাম পিটিআই, হলরুমে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুড়িগ্রাম, স্বপন কুমার রায় চৌধুরী, সিভিল সার্জন, কুড়িগ্রাম স্বপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,মো: হাবিবুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুড়িগ্রাম সদর এএনএম শরিফুল ইসলাম খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অলিপুর, নার্গিস ফাতেমা তোকদার। জামাতে ইসলামী জেলা সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন, পৌর জামাতে আমির আব্দুস সবুর খান, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক মাই টিভি আশরাফুল হক রুবেল সদস্য জেলা বিএনপি।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন শাহীন, সাধারণ সম্পাদক, খায়রুন নাহার লিপি, নীতি নির্ধারণীর চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আলাম নাশরাহ অংকুর, প্রচার সম্পাদক শরীফা খাতুন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান কুড়িগ্রাম জেলা আহবায়ক জনাব এহসানুল আলম আনছারী সায়েম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আব্দুল মোমিন। অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন