কুড়িগ্রামে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর আওতায় আজ সোমবার বিকালে কুড়িগ্রাম জেলার জিয়া বাজার ও কাঁঠালবাড়ি বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আইনে উল্লিখিত ১৯ ধরণের নিত্য ব্যবহার্য অত্যাবশকীয় পণ্যে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪টি দোকানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক সহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন প্লাস্টিক ব্যাগের অত্যাধিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি পাটজাত মোড়কের ব্যবহার বৃদ্ধিতে জনসাধারণকে উৎসাহী করা প্রয়োজন বলে জানান।