কুড়িগ্রামে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর আওতায় আজ সোমবার বিকালে কুড়িগ্রাম জেলার জিয়া বাজার ও কাঁঠালবাড়ি বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আইনে উল্লিখিত ১৯ ধরণের নিত্য ব্যবহার্য অত্যাবশকীয় পণ্যে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪টি দোকানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক সহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন প্লাস্টিক ব্যাগের অত্যাধিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি পাটজাত মোড়কের ব্যবহার বৃদ্ধিতে জনসাধারণকে উৎসাহী করা প্রয়োজন বলে জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন