কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলার উদ্বোধন হয়।
কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্দ্ধ ১৭ এর ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ভুরুঙ্গামারী উপজেলা দলকে ৬—০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুদ্ধ ১৭র খেলায় রাজারহাট উপজেলাকে ট্রাইবেকারে ৪—৩ গোলে হারিয়ে কুড়িগ্রাম পৌরসভা চাম্পিয়ন হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কুড়িগ্রাম খন্দকার মোদাচ্ছির বিন আলী ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক দুলাল,জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন