কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ গোলে মজিদা কলেজকে হারিয়ে চিলমারী ডিগ্রি কলেজ চাম্পিয়ন হয়।
পরে বিজয়ীদলকে পুরস্কার প্রদান করেন জেলাপ্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ সাইদুল আরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুড়িগ্রাম আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক দুলাল, সহ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব নিলু, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন