কুড়িগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সহ—সভাপতি এ্যাড. আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক এমপি আহম্মেদ নাজমিন সুলতানা, আওয়ামী লীগ নেতা এ্যাড. আমজাদ হোসেন, মামুনুর রশিদ, শাহানাজ বেগম নাজু, আতাউর রহমান বিপ্লব প্রমূখ।

অপরদিকে, জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল—আসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রমূখ।

স্বাধীনতা উত্তর ও স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর বলিষ্ট ভূমিকা সমূহ নিয়ে আলোচনা করেন বক্তারা।