কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেড এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের রায়পরে জামিয়া ইছহাকিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে ২ শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন লেফঃ কর্ণেল গালিব বিন আহমেদ, অধিনায়ক, ২২ বীর।
এ সময় তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন মুহতাসিম আলভী,ক্যাপ্টেন দাউদ উজ জামান আরাফাত।
এ সময় ২২ বীর অধিনায়ক লেফঃ কর্ণেল গালিব বিন আহমেদ জানান বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের কল্যানে সব সময় পাশে রয়েছে, শীতবস্ত্র বিতরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন