কুড়িগ্রামে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন সংস্থার সাথে স্থানীয় স্টেক হোল্ডারদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
(২৮শে মে) দুপুরে জেলার রাজারহাট উপজেলার দেউলা হরিশ্বর তালুক অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রায় শতাধিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে জাতিসংঘ ইউনিসেফ আওতায় পরিচালিত ওয়ার্ল্ড ভিশন সংস্থাটি।
এ সময় উপস্থিত ছিলেন-ওয়ার্ল্ড ভিশনের রাজারহাট কমিউনিটি ফেসিলেটেটর মামুন মিয়া, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অত্র বিদ্যালয়ের সভাপতি আঃ হামিদ মিয়া, ইউপি সদস্য সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক নেছার উদ্দিন আহম্মেদ ও লাভলী বেগম প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন