কুড়িগ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। যৌথ কর্মীসভায় জেলা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দ্ল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করে। যৌথ কর্মীসভায় সাংগঠনিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
শনিবার (২২ মার্চ) যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক কুড়িগ্রাম জেলা বিএনপি সভাপতি তাসভীর উল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বছর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাবিবুর রহমান হাসিব, সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সহিরুজ্জামান সাজু,সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ সহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা প্রত্যেক নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগনের সাথে কাজ করার জন্য বলেন। এ সময় নেতারা ত্যাগীদের মূল্যায়ন করা সহ মৌসুমী পাখি দের দলে প্রবেশে বাঁধা দিতে নির্দেশনা দেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন