কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি রক্তপরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুড়িগ্রামে সচেতনতামুলক আলোচনাসভা, ফ্রি রক্তপরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের মাঠে গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাদাত হোসেন, গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম ম্যানেজার রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচেতনতামুলক বক্তব্য রাখেন সিডিপি সহ সভাপতি রতন চন্দ্র সরকার,মেডিকেল অফিসার ডাঃ র্তাপাসিস দাস গুপ্তা, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর ,গুড নেইবারস বাংলাদেশ সমবায় সমিতি লিমিটেড চেয়ারপার্সন নিশিতা আক্তার নাজমা,হেলথ অফিসার মনিরা আকতার প্রমুখ।
এ সময় আলোচকরা জানান,ডায়াবেটিস বিষয়ে আমাদের সচেতনতা না থাকায় প্রতিবছর অকালে অনেক প্রাণ ঝরে যায়। একমাত্র সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখা সম্ভব বলে জানান তারা।
পরে চর ও যাত্রাপুরের ২ শতাধিক অংশগ্রহনকারীর ফ্রি রক্তপরীক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন