কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসে গাছ বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/IMG_20240606_005922-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সনাক, স্বজন, মহিলা পরিষদ, আরডিআরএস ও সলিডারিটি যৌথভাবে পরিবেশ দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও গাছ বিতরণ করা হয়। জেলা প্রশাসন চত্বর ও কুড়িগ্রাম প্রেসক্লাবে আলাদাভাবে মানববন্ধন রচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম, স্বজন সভাপতি খায়রুল আনম, সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, জেলা মহিলা পরিষদ সভানেত্রী রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী।
সলিডারিটি’র প্রতিনিধি বদরুন্নেছা বীথি, আরডিআরএস’র যুব প্লাটফর্মের সভাপতি শাহিন আলম, জেলা ব্রেড গার্লস’র সভাপতি শিল্পী খাতুন, সাধারণ সম্পাদক সানজিদা আক্তার প্রমুখ। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আরডিআরএস’র উদ্যোগে শতাধিক গাছ বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন