কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনাসভা ও গুণী শিক্ষক সংবর্ধণা

কুড়িগ্রামে বৈরী আবহাওয়া স্বত্বেও যথাযোগ্য মর্যাদায় বিশ্বশিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে।এ উপলক্ষে কুড়িগ্রামে আলোচনাসভা ও গুণী শিক্ষক সংবর্ধণা প্রদান করা হয়েছে। সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসক হলরুমে জেলা প্রশাসন কুড়িগ্রাম আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, বিএম কুদরত ই খুদা, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ মিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, গনসাক্ষরতা অভিযানের প্রতিনিধি তাইজুল ইসলাম প্রমূখ। সভায় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকরা অংশগ্রহন করে।
এ সময় জেলা প্রশাসক কুড়িগ্রাম শিক্ষকতা পেশাকে মহান পেশা উল্লেখ করে বলেন, মেধা সম্পন্ন জাতি বির্ণিমাণে আপনারা সব সময় অগ্রণী ভুমিকা পালন করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন