কুড়িগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ নানা আয়াজনে পালিত

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ নানা আয়াজনে পালিত হয়েছে।এ উপলক্ষে র্যালী,হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলাচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়াজনে সকালে প্রধান অতিথি হিসেবে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ।
হাত ধোও নায়ক হও এই স্লোগানে শহরর বিজয়স্তম্ভ থক একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলাপ্রশাসক কার্যালয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান প্রধানগণ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন