কুড়িগ্রামে বেগম রোকেয়া দিবস পালন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/Kurigram-Begom-Rokeya-Dibosh-News-Photo-01-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে স্বপ্নকুড়িতে আলোচনাসভা ও জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ মাহফুজার রহমান, অতিরিক্ত জেলাপ্রশাসক উত্তম কুমার রায়,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা সহ কর্মকর্তাগন।
এ সময় জয়িতা পুরস্কার প্রাপ্ত নারীরা তাদের কথা ,সমাজে তাদের প্রতিষ্ঠা পাবার গল্প তুলে ধরেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন