কুড়িগ্রামে ভূমি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের ভূমি সুরক্ষিত রাখি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন কুড়িগ্রাম এর আয়োজনে, ভুমি মন্ত্রণালয়, ভূমি উন্নয়ন বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।
এ সময় একটি র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা, পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ মাহফুজার রহমান,উপ পরিচালক স্থানীয় সরকার মোঃ আসাদুজ্জামান।
জেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাঈদা পারভীন,জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কুড়িগ্রাম বলেন, ১৬টি নদ নদী তীরবর্তী ও ৫৬৯ টি চরের মানুষের প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার ও সেবা নিশ্চিত করার মাধ্যমে ভ’মি সেবা নিশ্চিত করতে হবে। পরে কুড়িগ্রাম সদর ভুমি অফিসে মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন