কুড়িগ্রামে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে বর্ণাঢ্য একটি র-্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভানেত্রী রেমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তািফজার রহমান মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
কুড়িগ্রাম জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম লাভলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি,সহ সভাপতি রিতা পারভীন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সাধারন সম্পাদক নাদিম আহমেদসহ উপজেলা, পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি নারী ও শিশুদের উন্নয়নে সব সময় কাজ করেছে। দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফায় নারীদের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহনের কথা বলেছেন। যেহেতু দেশে ৫২ শতাংশ নারী ভোটার, তাদেরকে সম্পৃক্ত করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।