কুড়িগ্রামে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন

কুড়িগ্রামে মাসিক স্বাস্থ্য বিধি দিবস পালিত হয়েছে।

গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।

এছাড়া উপস্থিত ছিলেন, গুড নেইবারস কুড়িগ্রাম ম্যানেজার রতন রোমিও গোমেজ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর,সিএইচসিপি উম্মে কুলসুম, মনিরা বেগম সহ যাত্রাপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ ১৫০ জন কিশোরী এই স্বাস্থ্য বিধি সভায় অংশ গ্রহন করে।

এ সময় তাদের স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি করতে উপদেশ প্রদান ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।