কুড়িগ্রামে শীতের উষ্ণতা পেল দুঃস্থরা
কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো কমান্ডার আব্দুল মুছব্বির কল্যান ট্রাস্ট । বৃহস্পতিবার ২৮ শে ডিসেম্বর বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের টাপু ভেলাকোপা ফারাজী জামে মসজিদ মাঠে ট্রাস্টের উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সামাজ সেবক মোঃ নওশের আলী ফারাজী, সাংবাদিক ফজলুল করিম ফারাজী, মোঃ মমিনুল ইসলাম বাবু, মোঃ ফেরদৌস হাসান প্রমুখ।
শীতবস্ত্র পাওয়া শীতার্ত রহিমা বেগম, আবেদ আলী, মজিবররা জানান, তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এই শীতবস্ত্রের মাধ্যমে এখন আমাদের কিছুটা হলেও শীত নিবারণ করতে পারবো।
লাইলী বেগম বলেন, গত কয়েকদিন ধরে খু্ব ঠান্ডা। রাতে ঘুমাইতে পারি না।আজ কম্বলটা পেয়ে খু্ব খুশি হলাম।অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারবো।
সমাজ সেবক মোঃ নওশের আলী ফারাজী বলেন,কুড়িগ্রামে আনুপাতিক হারে অনান্য জেলার চেয়ে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। নিজের উপার্জনে পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়।এ কারনে শীতবস্ত্র কেনা তাদের জন্য দুঃস্বাধ্য। তাই বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা কিছুটা হলেও শীতকষ্ট থেকে মুক্তি পাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন