কুড়িগ্রামে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

কুড়িগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।

(২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে জেলা প্রশাসক পুকুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫ ২৬ এর আওতায় অনুর্দ্ধ ১৫ বালক বালিকাদের সাঁতার প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম, সিফাত মেহনাজ।

এ সময় জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশগ্রহন করে।