কুড়িগ্রামে হরতালের সমর্থনে কৃষক, যুব ও মৎস্যজীবি দলের বিক্ষোভ মিছিল
কুড়িগ্রামে হরতালের সমর্থনে কৃষক, যুব ও মৎস্যজীবি দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর (রোববার) সকালে জেলা কৃষক দলের সদস্য সচিব রিপন রহমানের নেতৃত্বে কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সামন হতে একটি বিক্ষোভ মিছিলের বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরতলির দাদামোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন-মৎস্যজীবী দলের আহবায়ক আজাদুন্নবী শামীম, সদস্য সচিব মাহবুবুর রহমান, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌর যুবদলের সাবেক সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, সদস্য রাজু আহমেদ, পৌর তাঁতীদলের সভাপতি লাভলু আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, তাঁতী দলের সদর থানা সভাপতি বাবলু মিয়া, সাধারণ সম্পাদক সাজু আহমেদ, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোকছেদ আলী প্রমুখ।
পথসভায় জেলা কৃষক দলের সদস্য সচিব রিপন রহমান বলেন, ‘মিথ্যা ও হয়রানিমুলক মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীকে দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে অবৈধ তপশীল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’ অন্যথায় দুর্বার আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দেন তিনি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন