কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজেরে অধ্যক্ষের পদত্যাগ ও অনিয়মের বিচার দাবি

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদের এর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তার পদত্যাগ, অনিয়ম তদন্তের দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল থেকে স্কুলের সামনে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে ছাত্র ছাত্রীরা পরে দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ ও বিচার দাবিতে মিছিল বের করে পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীরা কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের হাতে তাদের দাবির পক্ষে স্মারকলিপি তুলে দেয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বরমান হোসেন ।

এ সময় জেলা প্রশাসক ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এর সভাপতি মোহাম্মদ সাইদুল আরিফ তাদের সব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবংতিনি বলেন অধ্যক্ষের সব বিষয়ে তদন্ত হবে তাকে সাময়িকভাবে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত করা হবে।দোষী হলে তাকে চুড়ান্ত ভাবে অপসারন বিষয়ে আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়।